National University Honours vs Honours Professional
অনার্স প্রফেশনাল কোর্স বলতে কী বোঝায়?জেনারেল অনার্সের সাথে প্রফেশনাল অনার্সের তফাৎ কী কী?
কোনটা কোর্সটা নিয়ে পড়া ভাল হবে?
BSc (Honours) নাকি BSc (Hon's) Professional কোনটা বেশি ভালো?
এই সকল প্রশ্নের উত্তরসহ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই দুইটি কোর্স নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আজকের এই পোস্টটিতে।
প্রফেশনাল অনার্স কোর্সটা আসলে কী?
আমরা জানি, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে অসংখ্যা অনুষদ রয়েছে। উদাহরণ হিসেবে ধরা যাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ঃ
A Unit - BSc; B1 - কলা; B2 - Arabic; B3 - চারুকলা; C- BBA; D-BSS; E- LLB; G - Engineering
আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ওখানে দুইটি BBA ফেসালিটি রয়েছে, যার একটি হলো সাধারন অনার্স আর অন্যটি হলো IBA, BBA
ঠিক তেমনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এই অনার্স কোর্সকে ভেঙ্গে ২ টি অনার্স কোর্স তৈরী করেছে NU যার একটির নাম হলো "অনার্স (সম্মান)" অন্যটি হলো অনার্স (সম্মান) প্রফেশনাল"।
National University (NU) Honours Courses
- B.Sc – Bachelor of Science.
- B.A – Bachelor of Arts.
- B.S.S – Bachelor of Social Science.
- B.B.A – Bachelor of Business Administration.
NU Honours Professional Courses
- Bachelor of Business Administration (BBA)
- Bachelor of Education (BEd)
- Bachelor of Fine Arts (BFA)
- Apparel Manufacture and Technology (AMT)
- Fashion Design and Technology (FDT)
- Knitwear Manufacture and Technology (KMT)
- Computer Science and Engineering (CSE)
- Electronics and Communication Engineering (ECE)
- Tourism and Hospitality Management (THM)
- Theatre and Media Studies (TMS)
- B.Sc. Honour’s in Textile Science and Technology
- BBA in Aviation Management
- BSc in Aeronautical and Aviation Science
কোর্সের রেজিষ্ট্রেশন সময়কাল
অনার্স ও প্রফেশনাল অনার্স দুই কোর্সের সময়কাল ৪ বছর ও রেজিষ্ট্রেশনের মেয়াদ ৭ বছর।
আবেদন যোগ্যতা
অনার্স: SSC এবং HSC = ৩.৫০ + ৩.০০ = মোট ৪.০০ পয়েন্ট (চতুর্থ বিষয়সহ)।
প্রফেশনাল অনার্স : SSC এবং HSC = ২.৫০ + ২.৫০ = মোট ৫.০০ পয়েন্ট (চতুর্থ বিষয়সহ)।
শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভিন্নতা
সাধারন অনার্স: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত মোট ৬৯২ টি সরকারি এবং বেসরকারি কলেজে পড়ানো হয়।
প্রফেশনাল অনার্স: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১১৩ টি বেসরকারি কলেজ এবং প্রাইভেট ইনস্টিটিউটে এটি পড়ানো হয়।
শুধু BEd অনার্স সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (মোট ১১ টি) পড়ানো হয়।
মূল্যায়ন পদ্ধতি
জেনারেল অনার্স: এটি ৪ বছর মেয়াদি কোর্স- (যেমন : ১ম বর্ষ > ২য় বর্ষ > ৩য় বর্ষ > ৪র্থ বর্ষ)। যেটি চারটি একাডেমিক বর্ষে বিভক্ত করে পাঠদান সম্পন্ন করা হয়। চার বছরে চারটি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রফেশনাল অনার্স : এটিও ৪ বছর মেয়াদি একটি কোর্স। যেখানে ৪ টি একাডেমিক বর্ষে বিভক্ত করে মোট ৮টি সেমিষ্টারে পাঠ প্রদান করা হয়। প্রতি ৬ মাসে ১টি সেমিষ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রতি বর্ষে ২টি করে মোট ৮ সেমিষ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পাঠ প্রদানের মাধ্যম
জেনারেল অনার্স : এখানে পড়ানো হয় বাংলা মাধ্যম (২য় বর্ষে একটি নন-ক্রেডিট ইংরেজি কোর্স থাকে)।
প্রফেশনাল অনার্স : এখানের পাঠ্যক্রম সম্পূর্ন ইংরেজি মাধ্যমে।
পরীক্ষা পদ্ধতি
জেনারেল অনার্স : এখানে ২০ নম্বরের ইনকোর্স ও ৮০ নম্বরের রিটেন পরীক্ষা নেওয়া হয়। ইনকোর্স পরীক্ষার নম্বর থাকে শিক্ষকদের হাতে, যার ১৫ নম্বর লিখিত পরীক্ষা ও ৫ নম্বর ক্লাস উপস্থিতির উপরে নির্ভর করে দেয়া হয়।
প্রফেশনাল অনার্স : এখানে রিটেন হয় ৭০ নম্বরের এবং বাকী ৩০ নম্বর থাকে শিক্ষক এর হাতে।
মেজর কোর্স/বিষয় নির্বাচন
অনার্স ও প্রফেশনাল অনার্সের মধ্যে প্রফেশনাল অনার্সে বেশি কোর্স বা বিষয় পড়তে হয়।
শিক্ষার্থী প্রাথমিক আবেদন ফরম পূরন করার সময় তার পছন্দ মত বিষয় নির্বাচন করে নেয়। অনার্সে ভর্তির সময় যে বিষয়টি নেয় সেটাই একজন শিক্ষার্থীর মেজর সাবজেক্ট। যেমন : BBA(Hons) in Finance.
অন্যদিকে, প্রফেশনালে কোনো সাবজেক্ট নয়, কোর্স থাকে। এখানেও প্রাথমিক আবেদন ফরম পূরন করার সময় আবেদনকারী প্রার্থীকে তর পছন্দ মতো কোর্স সিলেক্ট করতে হয়, যেমন : ECE, BBA. প্রফেশনাল অনার্সে পুরো একটি কোর্সের সকল বিষয় নিয়ে পড়তে হয়। ৮ম সেমিষ্টারে উঠে নিজেদের নিজের মেজর সাবজেক্ট নিতে হয়। যেমন : BBA(Hons) Major in Finance
বিশেষ সুবিধা
অনার্সের কোর্স শেষ করে কোনো ইন্টার্নশীপের ব্যবস্থা নেই। এখানে বাংলা মাধ্যমে পড়ানো হয়, যার কারনে অনেক সময় চাকরি কিছু ক্ষেত্রে সমস্যারও সম্মুখীন হতে হয়।
অন্যদিকে, প্রফেশনাল কোর্স শেষে ৩ মাসের ১ টি ইন্টার্ণশীপ করার ব্যবস্থা আছে, যার ফলে চাকরি বাজারে ঢোকার আগেই চাকরি সম্পর্কে বাস্তব একটি জ্ঞান অর্জন করতে পারে। আর ইংরেজি মাধ্যমে পাঠদানের ফলে ইংরেজিতে সাবলিল ভাব থাকে, ফলে বিভিন্ন জব সেক্টরে সে এগিয়ে থাকে।
কোনটাই খরচ কেমন হয়?
অনার্স কোর্স সরকারি কলেজে হলে শেষ করতে ৩০,০০০ থেকে ৮০,০০০ টাকা খরচ পড়বে। আর বেসরকারি হলে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা।(কম বেশি হতে পারে)
অন্যদিকে, প্রফেশনাল অনার্স কোর্সটি বেসরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানে পাঠদান করায় বলে কোর্সটি একটু ব্যায় বহুল, সাধারণত ১৩০,০০০ টাকা থেকে ৪৮০,০০০ টাকা পর্যন্ত , যা পুরোপুরি নির্ভর করে উক্ত কোর্স ও প্রতিষ্ঠানের উপরে।
এখন BBA(Hon's) নাকি BBA(Hon's) Professional?
কোর্স দুইটির মধ্যে পার্থক্য ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, এখন এসব পার্থক্য বিশ্লেষন করলে এগিয়ে থাকে BBA(Hon's) Professional কারণঃ-
এটি IBA প্যাটার্নের মতো BBA বলে।
ইংরেজি মাধ্যমে পাঠদান করা হয় বলে শিক্ষার্থীর ইংরেজীর দক্ষতা বৃদ্ধি পায়। ফলে সে চাকরি ক্ষেত্রে এগিয়ে থাকে।
এসাইনমেন্ট, প্রতিযোগীতা ইত্যাদিতে অংশগ্রহন থাকে বলে তাদের জ্ঞান ও গুনগত দক্ষতা অনেক বৃদ্ধি পায়।
অনার্সের তুলনায় ব্যবসায় সংক্রান্ত তত্ত্বীয় জ্ঞান অনেক বেশি বৃদ্ধি পায়।
কোর্স শেষ করে ৩ মাসের একটি ইন্টার্ণশীপ করার ব্যবস্থা থাকায় চাকরিতে প্রবেশের পূর্বেই চাকরির একটি বাস্তব অভিজ্ঞতা লাভ হয়।
তবে সমস্যা হচ্ছে প্রফেশনাল ভাবে BBA পড়ানোর মত উন্নতমানের কলেজ খুব কমই আছে।
আশা করছি আপনারা আজকের আলোচনাটি বুঝতে পেরেছেন।