To get instant news, please consider joining our Telegram channel

NU Degree Courses Subjects Name

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের বিষয়সমূহ: BA, BSS, BSc, BBS এর আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়ের বিস্তারিত তালিকা। ভর্তি প্রক্রিয়ার তথ্য সহ।

NU Degree Courses Subjects Name

আপনি যদি ডিগ্রির কোর্সে ভর্তি হতে ইচ্ছুক হন, জানতে চাচ্ছেন কি কি কোর্স রয়েছে এবং তাতে কি কি বিষয় পড়তে হবে তাহলে এই পোস্টটি আপনার অবশ্যই পড়া উচিৎ। এখানে কোর্সগুলোর মধ্যে অন্যতম কয়েকটি কোর্স এবং কি কি বিষয় পড়তে হবে ৩ বছরে তা সম্পর্কে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ 

১) ডিগ্রী কোর্স ৩ বছর মেয়াদি একটি কোর্স।

২) প্রতি বছরে ১টি করে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৩) এই কোর্সটি সম্পন্ন করে মাস্টার্স করতে ২বছর সময় লাগে।

৪) চাকরির পাশাপাশি করতে পারবেন।

৫) উপবৃত্তির সুযোগ রয়েছে।

৬) খরচ খুবই কম।

কোন সাবজেক্ট বা কোর্স কার জন্য?

·         যারা মানবিক শাখা থেকে পাশ করে এসেছে তাদের জন্য রয়েছে ২টি কোর্স বিএ (BA) এবং বিএসএস (BSS)।

·         যারা ব্যবসায় শাখা থেকে পাশ করে এসেছে তাদের জন্য রয়েছে ১টি কোর্স বিবিএস (BBS)। তবে চাইলে মানবিক শাখার বিষয়গুলোতেও আবেদন করতে পারবে।

·         যারা বিজ্ঞান শাখা থেকে পাশ করে এসেছে তাদের জন্য রয়েছে ১টি কোর্স - বিএসসি (BSC)। তবে চাইলে বিজ্ঞান শাখা থেকে অন্য কোর্সের বিষয়গুলোতেও আবেদন করতে পারবেন।

Bachelor of Arts - BA (Pass)

এই কোর্সে তিন বছরের জন্য তিনটি আবশ্যিক বিষয় রয়েছে। এর পাশাপাশি কিছু নৈর্বাচনিক/গুচ্ছ বিষয় রয়েছে যেখানে যেকোনো ৩টি গুচ্ছ থেকে ১টি করে মোট ৩টি বিষয় পছন্দ করে নিতে হবে।

আবশ্যিক বিষয়

1. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (১ম বর্ষ)
2. বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)
3. ইংরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক বিষয়

যেকোনো ৩টি গুচ্ছ থেকে ১টি করে মোট ৩টি বিষয় নির্বাচন করতে হবে।

ক গুচ্ছ - বাংলা (ঐচ্ছিক)/ইংরেজি (ঐচ্ছিক)/সংস্কৃত/আরবী/পালি/ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ

খ গুচ্ছ - ইতিহাস/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

গ গুচ্ছ - গার্হস্থ্য অর্থনীতি/দর্শন/ভূগোল ও পরিবেশ/গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান

ঘ গুচ্ছ - অর্থনীতি/রাষ্ট্রবিজ্ঞান/সমাজবিজ্ঞান/সমাজকর্ম

ঙ গুচ্ছ - মনোবিজ্ঞান/ইসলামি শিক্ষা/গনিত/পরিসংখ্যান

Bachelor of Social Science - BSS (Pass)

আবশ্যিক বিষয়

  1.  স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (১ম বর্ষ)
  2.  বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)
  3.  ইংরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক বিষয়

ক গুচ্ছ হতে ২টি ও খ গুচ্ছ হতে ১টি মোট ৩টি বিষয় পছন্দ করে নিতে হবে।

ক গুচ্ছ - অর্থনীতি/রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান/সমাজকর্ম (যেকোনো একটি)

খ গুচ্ছ- মনোবিজ্ঞান/ভূগোল ও পরিবেশ/ইতিহাস/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি/ইসলামী শিক্ষা/দর্শন/গার্হস্থ্য অর্থনীতি/বাংলা (ঐচ্ছিক)/ইংরেজি (ঐচ্ছিক)/সংস্কৃত/আরবী/পালি/ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ

Bachelor of Science - BSC (Pass)

আবশ্যিক বিষয়

1. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (১ম বর্ষ)
2. বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)
3. ইংরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক গুচ্ছ

ক গুচ্ছ থেকে ২টি এবং খ গুচ্ছ হতে ১টি অথবা গ গুচ্ছ হতে ২টি এবং ঘ গুচ্ছ হতে ১ টি, মোট ৩টি বিষয় নিতে হবে।

ক গুচ্ছ - পদার্থবিজ্ঞান ও গনিত

খ গুচ্ছ - রসায়ন/ভূগোল ও পরিবেশ/কম্পিউটার সায়েন্স/মনোবিজ্ঞান/পরিসংখ্যান/মৃত্তিকা বিজ্ঞান/প্রাণ রসায়ন/গার্হস্থ্য অর্থনীতি/উদ্ভিদ বিজ্ঞান/প্রাণীবিজ্ঞান

গ গুচ্ছ - উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান অথবা বেসিক হোম ইকোনমিক্স ও এ্যাপ্লাইড হোম ইকোনমিক্স

ঘ গুচ্ছ - রসায়ন/ভূগোল ও পরিবেশ/কম্পিউটার সায়েন্স/মনোবিজ্ঞান/পরিসংখ্যান/মৃত্তিকা বিজ্ঞান/প্রাণ রসায়ন/গার্হস্থ্য অর্থনীতি/গনিত/পদার্থ বিজ্ঞান

Bachelor of Business Studies – BBS (Pass)

আবশ্যিক বিষয়

  1. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (১ম বর্ষ)
  2. বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)
  3. ইংরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক গুচ্ছ

ক গুচ্ছ হতে ২টি এবং খ গুচ্ছ হতে ১টি মোট ৩টি।

ক গুচ্ছ - হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা

খ গুচ্ছ - ফিন্যান্স এন্ড ব্যাংকিং/মার্কেটিং/অর্থনীতি/পরিসংখ্যান/কম্পিউটার সায়েন্স


আপনি যেসব বিষয় নিয়ে ডিগ্রি শেষ করবেন তার মধ্যে একটি বিষয় নিয়ে মাস্টার্স করতে পারবেন। সুতরাং ভেবেচিন্তে বিষয় নির্বাচন করা বুদ্ধিমানের কাজ।

Post a Comment