ফরজ গোসলের নিয়ম ও পবিত্রতা অর্জন


ফরজ গোসলের সঠিক নিয়ম ও ফরজ-সুন্নত সমূহ জানুন। ইসলামিক বিধান অনুযায়ী পবিত্রতা অর্জনের বিস্তারিত নিয়ে সহিহ হাদিস।

ফরজ গোসলের নিয়ম

প্রথমে লজ্জাস্থান ধৌত করতে হবে, তারপর মাটি বা সাবান দ্বারা হাত মাজতে হবে। পা বাকী রেখে ছালাতের ওযূর ন্যায় ওযূ করতে হবে। তারপর মাথায় পানি ঢালতে হবে এবং সমস্ত শরীরের উপর পানি প্রবাহিত করতে হবে। পরে পা ধৌত করে গোসল শেষ করতে হবে। চুলের গোড়ায় পানি পৌছালে চুলের বেনি খোলার কোন প্রয়োজন নেই। 

”আয়েশা (রা) বলেন, ’রাসূল (স) যখন গোসল আরম্ভ করতেন, তখন দুই হাত কব্জি পর্যন্ত ধৌত করতেন, অতঃপর ছালাতের ওযূর ন্যায় ওযূ করতেন। তারপর আঙ্গুলসমূহ পানিতে ডুবাতেন এবং চুলে গোড়া খিলাল করতেন। এরপর দুই হাত দ্বারা মাথার উপর তিন অঞ্জলি পানি ঢালতেন, তারপর সমস্ত শরীরে পানি প্রবাহিত করতেন।” (সহীহ বুখারী, হা/২৪৮; সহীহ মুসলিম, হা/৭৪৪; মিশকাত, হা/৪৩৫)

সহীহ মুসলিমের অন্য এক বর্ণনায় আছে, ”রাসূল (স) যখন ফরজ গোসল আরম্ভ করতেন, পাত্রে হাত ডুবানোর পূর্বে দুহাত কব্জি পর্যন্ত ধৌত করতেন। তারপর ডান হাত দ্বারা বাম হাতের উপর পবিত্র পানি ঢাললেন এবং বাম হাত দ্বারা লজ্জাস্থান ধৌত করতেন, অতঃপর ওযূ করতেন।” (সহীহ মুসলিম, হা/৭৪৭)

আয়েশা (রা) বলেন, “রাসূলুল্লাহ (সা) যখন অপবিত্রতার গোসল করতেন, তখন প্রথমে হাত ধৌত করতেন। অতঃপর ডান হাত দ্বারা বাম হাতের উপর পানি ঢেলে লজ্জাস্থান ধৌত করতেন। তারপর ছালাতের ন্যায় ওযূ করতেন। তারপর হাতের আঙ্গুলে পানি নিয়ে চুলের গোড়ায় পৌছাতেন, অতঃপর তিন অঞ্জলি পানি মাথায় দিতেন। তারপর সম্পূর্ণ শরীর ধৌত করতেন এবং শেষে দুই পা ধৌত করতেন।” (সহীহ মুসলিম, হা/৭৪৪; মিশকাত, হা/৪৩৫; সুনানুল বায়বাক্বী, হা/৭৯০)  



বই: আদর্শ পরিবার
লেখক: আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

Next Post
No Comment
Add Comment
comment url