আনসার ব্যাটালিয়নে সিপাহি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫



আনসার ব্যাটালিয়নে সিপাহি পদে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫ প্রকাশিত হয়েছে। বিস্তারিত নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। 

পদ:  সিপাহি
যোগ্যতা:  

অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড

1. বয়স:  ১৮ থেকে ২২ বছর (১২ এপ্রিল ২০২৫ তারিখ অনুযায়ী)। 
2. বৈবাহিক অবস্থা:  অবিবাহিত
3. শিক্ষাগত যোগ্যতা:  - ন্যূনতম এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
4. অগ্রাধিকার:  বর্তমান আনসার-ভিডিপি সদস্য এবং ক্রীড়ায় অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার। 

আবেদন করার নিয়ম

1. বাংলাদেশ আনসার ও ভিডিপির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে [www.ansarvdp.gov.bd](http://www.ansarvdp.gov.bd)। "আনসার ব্যাটালিয়ন সিপাহি নিয়োগ" লিংকে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে। 
2.আবেদন ফি: পোর্টালে প্রদর্শিত পদ্ধতিতে অনলাইনে ফি জমা দিতে হবে। ফি অফেরতযোগ্য। 

 আবেদনের সময়সীমা

শুরুর তারিখ: ২৪ মার্চ ২০২৫ 
শেষ তারিখ: ১২ এপ্রিল ২০২৫ 

প্রয়োজনীয় কাগজপত্র

- শিক্ষাগত সনদপত্র (১ম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত)। 
- ৬ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (সত্যায়িত)। 
- ইউনিয়ন চেয়ারম্যান/পৌরসভা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। 
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। 
- অভিভাবকের সম্মতিসূচক সনদ (ইউনিয়ন চেয়ারম্যান/পৌরসভা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত)। 
- অবিবাহিত মর্মে সনদ (ইউনিয়ন চেয়ারম্যান/পৌরসভা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর দ্বারা প্রদত্ত)।  

নির্বাচন প্রক্রিয়া

 শারীরিক ও লিখিত পরীক্ষা:  

 প্রার্থীদের শারীরিক দক্ষতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকার দিতে হবে।

প্রশিক্ষণ

মেয়াদ: ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ (আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর)। 
সুবিধা: বিনামূল্যে থাকা-খাওয়া, চিকিৎসা সুবিধা এবং ইউনিফর্ম। 

চাকরির সুবিধা

বেতন: জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেড (৳৯,০০০–৳২১,৮০০)। 
ভাতা: ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং পরিবারের জন্য ভর্তুকি মূল্যে রেশন। 
পদোন্নতি: ২ বছর সন্তোষজনক চাকরি শেষে স্থায়ীভাবে সিপাহি পদে নিয়োগ দেওয়া হবে। 

সতর্কতা ও নির্দেশনাবলি

প্রতারণা সতর্কতা: প্রতারক বা দালালের সাথে কোন আর্থিক লেনদেন করবেন না। 
মিথ্যা তথ্যের শূন্য সহনশীলতা: কোন মিথ্যা তথ্য বা জালিয়াতি প্রমাণিত হলে যেকোনো পর্যায়ে প্রার্থীকে বাতিল করা হবে।
চূড়ান্ত সিদ্ধান্ত: নিয়োগ কর্তৃপক্ষ যেকোনো সময় নিয়োগ প্রক্রিয়া বাতিল বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url