ছেলেদের ইসলামিক সুন্দর নাম ও অর্থ

 যে সমস্ত নামে আল্লাহর দাসত্ববোধক অর্থ প্রকাশ পায়, সেসব নাম রাখা ভাল। আর এই নামগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়। নবীদের নামেও নাম রাখা ভালাে। 

ইবনূ উমার (র) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন, ‘তোমাদের নামসমূহের মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ ও আবদুর রহমান’। (ছহীহ মুসলিম, হা/৫৭০৯; জামেউল আহাদীস, হা/৫৯৫৩, মিশকাত, হা/৪৭৫২)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url