Difference between Honours and Degree


অনার্স নাকি ডিগ্রি—কোনটা আপনার জন্য ভালো? কোর্সের মেয়াদ, যোগ্যতা, চাকরির সুযোগ ও বিসিএস পরীক্ষার যোগ্যতাসহ অনার্স ও ডিগ্রির মূল পার্থক্য জানুন এই বিস্তারিত গাইডে।নতুন এমন অনেকেই আছেন যাদের মনে এমন প্রশ্ন এসেছে। তাদের জন্যই আজকের এই পোস্টটি। আমি চেষ্টা করেছি সহজেই বুঝাতে অনার্স এবং ডিগ্রির সাধারণ কিছু পার্থক্য। চলুন শুরু করি


অনার্স কোর্স এবং ডিগ্রী কোর্সের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।

১. অনার্স অথবা ডিগ্রি কি?

এখানে অনার্স বলতে বুঝানো হয় স্নাতক সম্মান আর ডিগ্রী বলতে বুঝানো হয় শুধু স্নাতক

২.কোর্সগুলোর মেয়াদ কত?
অনার্স হলো ৪ বছর মেয়াদি একটি কোর্স আর ডিগ্রী হলো ৩ বছর মেয়াদি একটি কোর্স।

৩. ভর্তি হওয়ার ক্ষেত্রে যোগ্যতা?
অনার্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনার SSC তে সর্বনিম্ন GPA-৩.৫০ থাকতে হবে এবং HSC তে সর্বনিম্ন GPA-৩.০০ থাকতে হবে কিন্তু অন্যদিকে ডিগ্রিতে ভর্তির জন্য SSC এবং HSC তে সর্বনিম্ন GPA ২.০০ থাকলেই আবেদন করতে পারবেন।

৪. রেজিষ্ট্রেশনের মেয়াদ?
অনার্স কোর্সটির রেজিষ্ট্রেশনের মেয়াদ হয় ৭ বছর এবং ডিগ্রী কোর্সটির রেজিষ্ট্রেশনের মেয়াদ হয়ে থাকে ৬ বছর।

৫. কোর্সে কি পড়ানো হয়?
অনার্স কোর্সে  মূলত যে কোন একটি বিষয় এর উপর সকল খুঁটিনাটি পড়ানো হয় তাই শিক্ষার্থীরা ওই বিষয়টির উপরে দক্ষ হয়ে গড়ে উঠে। অন্যদিকে ডিগ্রিতে একসাথে আলাদাভাবে কয়েকটি বিষয়ের উপর কিছু কিছু অংশ পড়ানো হয়। এজন্য ডিগ্রী কোর্সের ছাত্রছাত্রীরা পঠিত কয়েকটি বিষয় সম্পর্কে কিছু কিছু জ্ঞান লাভ করতে পারে।

৬. সার্টিফিকেটের মানের ক্ষেত্রে পার্থক্য?
এক্ষেত্রে দুটোর মধ্যে সার্টিফিকেটের মান ডিগ্রীর চাইতে অনার্সের একটু বেশি।

৭. কোর্স শেষে মাস্টার্স কোর্স
?
ডিগ্রি শেষ করার পরে আপনাকে ২ বছর মেয়াদি মাস্টার্স কোর্স করতে হবে অন্যদিকে অনার্স শেষ  করার পরে আপনাকে ১ বছর মেয়াদি মাস্টার্স কোর্স সম্পন্ন করতে হয়।

৮. বিসিএস এর ক্ষেত্রে গ্রহনযোগ্যতা?
অনার্স শেষ করার পরে আপনি সরাসরি বিসিএসে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু ডিগ্রি শেষ করে মাস্টার্স না করলে আপনি বিসিএস দিতে পারবেন না। আবার মাস্টার্স শেষ করার পরে ডিগ্রী থেকেও আপনি বিসিএস দিতে পারবেন।

৯. চাকরিক্ষেত্রে মান কেমন?
অনার্স শেষ করার পর মাস্টার্স করলে যেই মান পাওয়া যায় সেটা ডিগ্রি শেষ করে মাস্টার্স করলেও পাওয়া যাবে এবং উভয়ের অগ্রাধিকার সমান হয়ে যাবে ।

১০. ডিগ্রী শেষ করে কী কোনো চাকরি করা যাবে? বিসিএস পরীক্ষা দেওয়া যাবে?
আসলে ডিগ্রীতে যারা স্নাতক শেষ করেছে তাদের জন্য চাকরির ক্ষেত্র খুবই সল্প। আপনাকে আরো ভালো অবস্থানে যেতে হলে ডিগ্রী শেষ করার পরে মাস্টার্স কোর্সও শেষ করে নিতে হবে। তারপর আপনি সব জায়গাই অনার্সের সুযোগ পাবেন। সরকারি জব গুলোতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী থাকলেই চলে, সেই ক্ষেত্রে এ জায়গাই আপনি যেতে পারবেন, BCS দিতে পারবেন মাস্টার্স শেষ করার পর। তবে কিছু প্রাইভেট কোম্পানি তাদের ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট এ "অনার্স" ডিগ্রী সম্পন্ন কর্মী চায়, তখন  ডিগ্রী (পাস) নিয়ে আপনি সেখানে আবেদন করতে পারবেন না।

অনেক ছাত্রছাত্রীই আছেন যারা ডিগ্রি করেও অনার্স কারীদের চাইতে অনেক এগিয়ে রয়েছেন এবং ভালো প্রতিষ্ঠানে অথবা সরকারি চাকরিতে যোগদান করছেন। চাকরির ক্ষেত্রে অনেক ব্যাংক বা কোম্পানিতে নিয়োগ পাচ্ছে।

তাই, আপনি যেই কোর্স নিয়েই পড়াশোনা করে গ্রাজুয়েশন কম্পিট করুন না কেন মেধা এবং যোগ্যতা দিয়ে ভালো কিছু করার ইচ্ছাশক্তি থাকলে যেকোনো কোর্স নিয়ে জীবনে সফলতা অর্জন করা সম্ভব।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url