Short Questions | Computer Operation Level-03 | NSDA | BTEB | Part-2

 



Internet and Access Resources

ইন্টারনেট ব্রাউজার/ওয়েব ব্রাউজার কী?
এটি একটি সফটওয়ার অ্যাপ্লিকেশন যার মাধ্যমে ব্যবহারকারীরা World Wide Web এ অ্যাক্সেস ও নেভিগেট করতে পারে। 

জনপ্রিয়
 ওয়েব ব্রাউজারগুলোর নাম লিখ?
Opera
Google Chrome
Mozilla Firefox
Microsoft Edge
Safari

সার্চ ইঞ্জিন কী?
সার্চ ইঞ্জিন হল একটি সফটওয়ার সিস্টেম যা ব্যবহারকারীদের ইন্টারনেট থেকে অনুসন্ধান এবং পুনরুদ্ধার করতে সহযোগিতা করে।
 
কয়েকটি সার্চ ইঞ্জিন এর নাম?
Google, Bing, Yahoo, DuckDuckGo, Ask, Alta Vista

কয়েকটি ই-মেইল সার্ভিস প্রোভাইডারের নাম লিখ?
Yahoo mail, G mail, Outlook, Apple mail, Outmail.com, 

pdf file ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Part-1: Short Questions | Computer Operation Level-03 | NSDA | BTEB Click here

ফাইল কমপ্রেশন কী?
ফাইল কমপ্রেশন হলো এক বা একাধিক ফাইলের আকার হ্রাস করার প্রক্রিয়া যাতে সেগুলিকে স্টোরেজ বা ট্রান্সমিশনের জন্য আরও কমপেক্ট করে তোলা যায়। বিভিন্ন ফাইল  কমপ্রেশন টুল: WinZip, WinRAR, 7zip

ডকুমেন্টকে কনভার্সন করা হয় কেন?
সাধারনত ফিজিক্যাল ডকুমেন্টকে ডিজিটাল ডকুমেন্টে পরিনত করার জন্য।

ফাইল কনভার্সন কী?
ফাইল কনভার্সন বলতে একটি ফাইলকে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করার প্রক্রিয়াকে বোঝায়।

ই-মেইল কী?
ইমেইল অর্থ হলো ইলেকট্রনিক মেইল। এই ই-মেইলের মাধ্যমে আমরা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় মুহূর্তে লেখা ছবি ডকুমেন্টস যেকোন মেইল ঠিকানাতে পাঠাতে পারি।

জিমেইল কী?
জিমেইল  একটি বিনামূল্যের ওয়েবমেইল, যার সার্ভিস দেয় গুগল। জিমেইল এ POP3 এবং IMAP সুবিধা রয়েছে। 
যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে এটি গুগল মেইল নামে পরিচিত।

ই-মেইলে ব্যবহৃত CC এর কাজ কী?
রিসিভার এর কাছে ইমেইল পাঠানোর পাশাপাশি এই ইমেইলটি একসাথে অন্য কাউকে পাঠাতে চাইলে CC অপশনটি ব্যবহৃত হয়

জুম এপ কী?
জুম হলো একটি জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং এবং অনলাইন কমিউনিকেশন প্ল্যাটফর্ম  যা ব্যবহারকারীদের ভিডিও এবং অডিও কল, চ্যাট এবং স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দূর থেকে সংযোগ এবং সহযোগিতা করতে দেয়।

গুগল ড্রাইভ কী?
গুগল ড্রাইভ হলো google দ্বারা প্রদত্ত একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস। এটি ব্যবহারকারীদের ফাইল এবং ফোল্ডার গুলোকে সংরক্ষণ, এক্সেস এবং শেয়ার করার অনুমতি দেয়, যা ইন্টারনেট সংযোগসহ  যেকোন ডিভাইস থেকে এক্সেসযোগ্য করে তোলে।

অনলাইন ফর্ম কী?

অনলাইন ফর্ম একটি অনলাইন ফর্ম একটি ডিজিটাল যা ব্যবহারকারীদের একটি ওয়েবভিত্তিক ইন্টারফেস এর মাধ্যমে তথ্য জমা দেওয়ার অনুমতি দেয়।

গুগল ফর্ম এর কাজ কী?
গুগল ফর্ম এমন একটি ফিচার যা  ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাক্তিগত বা বিভিন্ন তথ্য জরিপ বা কুইজের মাধ্যমে সংগ্রহ করার অনুমতি দেয়।

Basic Maintenance

কম্পিউটারে Sub Folder কী?
একটি ফোল্ডারের ভেতরে থাকা অন্য কোনো ফোল্ডারকে Sub Folder বলে।

File  
এবং Folder কী?
ফাইল হচ্ছে যেকোন ধরনের ডেটা বা তথ্যের আধার। যেমনঃ অডিও ফাইলভিডিও ফাইলওয়ার্ড ডকুমেন্টডাটাশিট ইত্যাদি যা থেকে আমরা নিদৃষ্ট তথ্য পাই। আর ফোল্ডার হল ফাইল রাখার যায়গা। ফিজিক্যালি তুলনা করলে বলা যায় ফাইল হল বইশার্ট ইত্যাদির মত আর ফোল্ডার হচ্ছে এগুলো রাখার জন্য ব্যবহৃত স্কুল ব্যাগআলমারি।

Save 
এবং Save As  এর মধ্যে পার্থক্য কি?
Save এবং Save As এর মধ্যে মূল পার্থক্য হল, Save  ক্লিক করলে ফাইলটি নতুন কনটেন্ট দ্বারা আপডেট হয়। আর Save As  ক্লিক করে ফাইলটিকে অন্য যেকোনো লোকেশনে যেকোনো নামে একটা নতুন কপি হিসাবেSave করা যায়।

কিভাবে বুঝবেন নেটওয়ার্ক সুইচ নষ্ট?
সুইচের LED লাইট না জ্বলা।
ক্যাবল সঠিকভাবে সংযুক্ত না থাকা।
পোর্টে সমস্যা।

Network Switch 
কী?
দুই বা ততোধিক ডিভাইসকে সংযুক্ত করার জন্য Network Switch ব্যবহার করা হয়।

Printer Error 
এর সমস্যা কী?
ড্রাইভার সমস্যা
পেপার জ্যাম
প্রিন্টার সেটিংস সমস্যা
যথেষ্ট কালি না থাকা
কানেকশন সমস্যা

Paper Jam সমস্যার সমাধান কীভাবে করবেন?
প্রিন্টার বন্ধ করুন
কভার খুলুন
কাগজ আটকে থাকার জায়গা পরীক্ষা করে সাবধানে বের করুন।

Diagnostic in Computer Education 
কী?
কম্পিউটার সিস্টেমের সমস্যা চিহ্নিত করা এবং এর সমাধান করাই হলো "Diagnostic in Computer Education".

কখন টোনার পরিবর্তন করবেন?
লো টোনার সতর্কবার্তা
প্রিন্টারের অস্বাভাবিক শব্দ
টোনারের লেভেল কম হলে।

System Failure-
এর প্রধান কারণগুলো কী?
Software Error
User Mistakes
Hardware Failure
Overheating
Network Problems
Environment Factors
Virus 
এবং Malware
Resource Limitations
Power Failure

Boot Failure-
এর কারণ কী?
Boot 
Failure মানে ডিভাইসটি সঠিকভাবে চালু হতে বা অপারেটিং সিস্টেম লোড করতে ব্যর্থ হওয়া।

Scanner কী?
Scanner হলো একটি ইলেকট্রনিক ইনপুট ডিভাইস যা কাগজপত্র বা চিত্র ডিজিটাল ফর্মে রূপান্তর করে।

Mouse-এর কাজ কী?
Mouse একটি ইনপুট ডিভাইস যা পয়েন্টিংক্লিকিংস্ক্রলিং এবং ড্র্যাগিং-এর মাধ্যমে ব্যবহারকরীকে দ্রুত কাজ করতে সহায়তা করে।

Home Key-
এর কাজ কী?
Home Key হলো একটি কিবোর্ডের কী যা পৃষ্ঠার শুরুতে যাওয়ার জন্য ব্যবহৃত হয়।

এন্টিভাইরাস কি  উদাহরণ?
এন্টিভাইরাস একটি সফটওয়্যার যা ক্ষতিকারক প্রোগ্রাম থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখে।
Norton 
McAfee 
Kaspersky 
Avast
AVG
Bitdefender 
ESET NOD32
Sophos Home

৫টি Input এবং Output Device-এর উদাহরণ দাও?
Input: Keyboard, Scanner, Mouse, Webcam, Microphone
Output: Monitor, Speaker, Printer, Projector, Headphones

Printer Toner 
কী?
Printer Toner হলো লেজার প্রিন্টার বা ফটোকপিয়ারে ব্যবহৃত একটি পাউডার মিশ্রণ।

হার্ডওয়্যার কি?
কম্পিউটারের বাহ্যিক আকৃতি সম্পন্ন যন্ত্রাংশযন্ত্র  ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে।

সফটওয়্যার কি?
সফটওয়্যার হলো কিছু ডেটা এবং কম্পিউটার নির্দেশনার সমষ্টি যা একটি প্রোগ্রাম হিসেবে কম্পিউটারকে যেকোনো কাজ করার নির্দেশ দেয়।
কয়েকটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার নাম?
উইন্ডোজলিনাক্সম্যাকঅ্যান্ড্রয়েড।

কয়েকটি Application Software এর নাম লিখ?
Word Processing Software
Graphics Software
Spreadsheet Software
Presentation Software
Web Browsers

কম্পিউটারের ৫টি অংশ?
কম্পিউটারের প্রধান অংশ ৫টি
ইনপুট ইউনিট:
প্রসেসিং ইউনিট (সিপিইউ):
মেমোরি ইউনিট:
আউটপুট ইউনিট:
স্টোরেজ ইউনিট

অর্গোনোমিকস (Ergonomics) কি?
কর্মক্ষেত্রে শরীরের ক্ষতি এড়াতে কীভাবে কাজ করা উচিত তা নির্দেশ করে।

Full Form

PC কী?
PC: Personal computer: A medium-sized computer that is designed to be used by one person at a time.

E-mail-
এর পূর্ণরূপ কী?
Electronic Mail.

PDF 
কী?
Portable Document Format.

HTTPS-
এর পূর্নরূপ কী?
Hyper-Text Transfer Protocol Secure

URL-
এর পূর্ণরূপ কী?
Uniform Resource Locator

WPM-
এর পূর্ণরূপ কী
Words Per Minute

RAM 
এবং ROM-এর পূর্ণরূপ কী?
RAM: Random Access Memory
ROM: Read Only Memory

SSD 
এবং HDD-এর পূর্ণরূপ কী?
SSD: Solid State Drive
HDD: Hard Disk Drive

USB কী?
Universal Serial Bus

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url