বয়স্ক ভাতা ও বিধবা ভাতার অনলাইন আবেদন পদ্ধতি ২০২৫

 বয়স্ক ভাতা ও বিধবা ভাতার অনলাইন আবেদন পদ্ধতি ২০২৫



অনলাইনে আবেদন করার জন্য প্রথমে https://dss.bhata.gov.bd/online-Application এই লিংকে যেতে হবে। যাওয়ার পর নিচের মতো পেইজ আসবে।

 


 এই পেজ থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোনটার জন্য আবেদন করতে চান। এরপর সাবমিট বাটন প্রেস করে পরের পেজে যেতে হবে।



এখানে আবেদনকারীর তথ্য যাচাই করতে হবে। যাচাই করার জন্য আপনার এনআইডি নাম্বার দিতে হবে। এনআইডি নাম্বার যদি ১৩ সংখ্যার হয় তাহলে নাম্বার দেওয়ার পূর্বে জন্মসাল দিয়ে ১৭ সংখ্যা বানাতে হবে। আর যদি ১০ সংখ্যার হয় তাহলে কিছু করতে হবে না। এরপর জন্ম তারিখ দিতে হবে। তারপর ক্যাপচা পূরণ করে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন বাটনে প্রেস করতে হবে।



পরের ধাপে এসে আপনার প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সাবমিট বাটনে প্রেস করে আপনার আবেদনটি সাবমিট করতে হবে। 

dss


সাবমিট করলে আবেদন ডাউনলোড করুন পেজ আসবে এবং একটি ট্র্যাকিং আইডি পাবেন। আবেদন পত্র এবং ট্র্যাকিং আইডি সংরক্ষণ করতে হবে। 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url